Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘাটাইলে নুরানি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৭:৪৬ পিএম


ঘাটাইলে নুরানি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে ইকরা শিক্ষা পরিবারের আয়োজনে নুরানি বৃত্তি পরীক্ষা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পৌরসভার অন্যতম দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল দাখিল মাদরাসা কেন্দ্রে এই নুরানি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় এ পরীক্ষা শেষ হয়। ঘাটাইল উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ৫০টি নুরানি শিক্ষা প্রতিষ্ঠান এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্লে থেকে তৃতীয় শ্রেণির প্রায় ১৬শত ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইকরা শিক্ষা পরিবার নুরানি বৃত্তি পরীক্ষার পরিচালক হাফেজ মাওলানা খলিলুর রহমান, সহকারী পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ঘাটাইল দাখিল মাদরাসার সুপার মো. আতিকুর রহমান, বাংলাদেশ ইকরা নুরানি তালিমুল কুরআন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল প্রমুখ।

ইএইচ

Link copied!