Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৮:৪৯ পিএম


বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কলসকাঠী বিএম একাডেমি প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি‍‍`র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক সিকদার।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।

স্মরণসভায় বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান প্রমুখ।

ইএইচ

Link copied!