Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বরগুনায় গাঁজা ও জাল নোটসহ মাদক কারবারি আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

নভেম্বর ২৩, ২০২৪, ১১:৪০ এএম


বরগুনায় গাঁজা ও জাল নোটসহ মাদক কারবারি আটক

বরগুনার নিশান বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১০০০ টাকার ১৯টি জাল নোটসহ ইসমাইল গাজী (৪০)  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে গাঁজা  ও জাল নোটসহ মো: ইসমাইল গাজীকে আটক করা হয়। রাত ১০টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দণি স্টেশন পাথরঘাটা।

ইসমাইল গাজী নিশানবাড়িয়া ইউনিয়নের ১০নং ওয়ার্ডের গাজী মাহমুদ গ্রামের নীল গাজীর বড় ছেলে।

এ বিষয়ে দণি স্টেশন কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লে. বি এন সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষখালী নদীর তীরে গাজী মাহমুদ এলাকায় অভিযান চালাই এ সময় ইসমাইল গাজীর কাছে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১০০০ টাকার ১৯ টি জাল নোট পাওয়া যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

বিআরইউ

Link copied!