জামালপুর প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪, ০২:০১ পিএম
জামালপুর প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪, ০২:০১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রেদোয়ান খন্দকার মাহিনকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিনের অভিযোগ, জামালপুর পৌরসভার কম্পপুর উত্তর পাড়ার গদু ফকিরের পুত্র তার চাচা হেলাল উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
এ বিরোধের জেরে শুক্রবার দুপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাহিনকে, মাহিনের বাবা হাফিজুর রহমান ও মা মুসলিমা রেগমকে মারধর করেছে। মাহিনের মাথায় মারধর করা হয়েছে। তার নাক ফেটে রক্তপাত হয়েছে। শুক্রবার রাতে সদর থানার পুলিশকে এ ঘটনা জানানো হয়েছে বলে জানিয়েছেন আহত মাহিন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, ঘটনা পারিবারিক, অনেক রাতে তাকে জানানো হয়েছে। আজকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ