কিশোরগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪, ০২:৩৮ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪, ০২:৩৮ পিএম
কিশোরগঞ্জের মিঠামইনে সাগর মিয়া নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে।
হত্যার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। এদিকে মামলায় অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী। তবে থানা পুলিশের দাবি সাগর হত্যা মামলায় অভিযুক্ত সকল আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গত ২২ আগস্ট রাতে মিঠামইনের গোপদীঘির দৌলতপুর হাওরের মাঘাপোড়া বিল এলাকায় সাগর মিয়াকে পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া এলংজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শুখন মিয়ার ছেলে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৬ আগস্ট নিহত সাগরের বাবা শুখন মিয়া বাদী হয়ে মিঠামইন উপজেলার পূর্ব শরীফপুর গ্রামের উমেদ আলীর ছেলে আল আমিন, পশ্চিম শরীফপুর গ্রামের মৃত কালা মামুদের ছেলে দ্বীন ইসলাম, একই গ্রামের মৃত তায়বুদ্দিনের ছেলে ইসলামসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিহত সাগরের বাবা শুখন মিয়া বলেন, ‘মামলার পর নিজ উদ্যোগে একজন আসামিকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি, অথচ বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে। আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। আমি বারবার থানা, সিআইডি অফিসসহ কত স্থানে দৌড়াদৌড়ি করছি, কোনো লাভ হচ্ছে না। এত বড় ঘটনা ঘটিয়েও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আবার মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।’
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিউল আলম জানান, ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
ইএইচ