Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে জাতীয়তাবাদী বাস্তুহারা দল জেলা শাখার মতবিনিময় ও কমিটি ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৩:০২ পিএম


দিনাজপুরে জাতীয়তাবাদী বাস্তুহারা দল জেলা শাখার মতবিনিময় ও কমিটি ঘোষণা

দিনাজপুরের ঘাসিপাড়া এফপিএবি মিলনায়তন হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বাস্তুহারা দল দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. সহিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাস্তুহারা দল দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজালাল রোজ।

মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সহ-সভাপতি খন্দকার ইব্রাহিম, মো. এহতেশাম, মো. ফয়জার রহমান, মো. জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মো. হাশেম আলী, সাংগঠনিক সম্পাদক মো. স্বাধীন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. সুলতান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম, বিরল কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মো. মনজুরুল আলম, সহ-সভাপতি আবু কাওসার হেলাল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আবু কাওসার হেলাল, সহ সভাপতি আলহাজ্ব সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল রোজ, সাংগঠনিক সম্পাদক মো. স্বাধীন পারভেজ, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রাজু আহমেদ শাহ, কোষাধ্যক্ষ মিরান আলী চৌধুরী সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!