Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

কমলনগরে মাওলানা আবদুল হান্নানের স্মরণে আলোচনা সভা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৩:১৬ পিএম


কমলনগরে মাওলানা আবদুল হান্নানের স্মরণে আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত মজলিশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও কলাকোপা ইসলামিয়া মাদরাসার সাবেক মোহতামিম শায়খুল হাদিস আল্লামা আবদুল হান্নানের (রহ.) কর্মজীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চরলরেন্স ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ কমলনগর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি শায়খুল হাদিস আল্লামা মামুনুর রশিদ।

খেলাফত মজলিশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহামদ উল্লাহ আল ফারুকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান চৌধুরী, জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বশির আহমেদ, মরহুমের ছেলে  মাওলানা রেজাউল করিম ও জামাতা মাওলানা আলা উদ্দিন প্রমুখ।

ইএইচ

Link copied!