Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটির শপথ গ্রহণ

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৬:১৩ পিএম


আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটির শপথ গ্রহণ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুব ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ নূর মোহাম্মদ টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমির হিসেবে প্রভাষক শফিউল আলম বকুল ও পৌর আমির হিসাবে মাহের আলী নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপজেলা আমির পৌর আমিরসহ অন্যান্য সদস্যদের শপথ পাঠ করানো হয়।

ইএইচ

Link copied!