Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

অণির্বান সেচ্ছাসেবী সংস্থার আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৬:২৮ পিএম


অণির্বান সেচ্ছাসেবী সংস্থার আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সামাজিক সংগঠন অণির্বান সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গার ইউএনও শেখ মেহেদী ইসলাম।

মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাত্র, জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী, এবং জেহালা ইউনিয়ন জামায়াত ইসলামী আমির মো. আব্দুল আজিজ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতিত্ব করেন অণির্বান সেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইসরাত জাহান ইপ্তি। 
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও মুন্সিগঞ্জ জিমনেসিয়ামের প্রশিক্ষক মো. জহুরুল হক ও সাংবাদিক সোহেল তামজিদ হিরো।

আলোচনা সভাটি মুন্সিগঞ্জের স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!