Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৭:৩৬ পিএম


কুড়িগ্রামে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের অংশ হিসাবে কুড়িগ্রামে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজের হলরুমে এ অলিম্পিয়াডে ৮টি কলেজের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

গণতন্ত্র অলিম্পিয়াড উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব নীলুর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন- সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আতাউর রহমান খান চৌধুরী, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বকত, দি হাঙ্গার প্রোজেক্টর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু, মিজানুর রহমান প্রমুখ।

অলিম্পিয়াডে পরীক্ষার মাধ্যমে ১০ জন বিজয়ী হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী তাবসির রহমান।

দ্বিতীয় হয় মরিয়ম রাশেদ আর তৃতীয় হয় জান্নাতি মাওয়া।

অন্য বিজয়ীরা হলেন- মেহরাব হাসান মুন্না, তাসনুভা আলম মৌ, রিমা আক্তার, আয়শা সিদ্দিকা, তৌফিকুন্নাহার তিশা, জিম বাবু ও আব্দুল্লাহ আল মামুন।

বিজয়ীদের মাঝে সার্টিফিকেট এবং মেডেল ও ক্রেস্ট তুলে দেয় আমন্ত্রিত অতিথিরা।

বিজয়ীদের মধ্যে প্রথম তিনজন আগামী ১১ ডিসেম্বর জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জানান সুজন কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!