Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৪, ০৮:১৪ পিএম


হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ সদর উপজেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৫৬৮টি ভোটের মধ্যে ৫৪৮টি ভোট দিয়েছেন ভোটাররা। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান।

উদ্বোধক হিসেবে চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা ছিলেন- সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী কেন্দ্রীয় স্থায়ী কমিটি। সভাপতিত্ব করেন অধ্যক্ষ এনামুল হক, পরিচালনা করেন আজিজুর রহমান কাজল।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।

এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান শানু, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল ও বিএনপি নেতা আবুল কালাম সভাপতি হিসাবে নির্বাচন করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান কাজল। সহ-সভাপতি পদে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজম উদ্দিন ও বিএনপি নেতা জয়নাল মিয়া, নির্বাচিত হয়েছেন মো. আজম উদ্দিন।

সাধারণ সম্পাদক পদে গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. সামছুল ইসলাম মতিন, নির্বাচিত হয়েছেন মো. সামছুল ইসলাম মতিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কাজী মো. সামছু মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শাহ মশিউর রহমান কামাল, নির্বাচিত হয়েছেন কাজী মো. সামছু মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি নেতা এসএম মানিক ও মো. রফিকুল ইসলাম,নির্বাচিত হয়েছেন এস এম মানিক।

ইএইচ

Link copied!