Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৩৬ কোটি টাকার ভবন তালাবদ্ধ, ব্যাহত স্বাস্থ্যসেবা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ১১:২৯ এএম


৩৬ কোটি টাকার ভবন তালাবদ্ধ, ব্যাহত স্বাস্থ্যসেবা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নীত ভবনটি চার বছর আগে নির্মাণ শুরু হলেও এখনও কার্যক্রম চালু হয়নি। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এ ভবনটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে, ফলে এলাকাবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

নবনির্মিত এ ভবনটির মূল ফটকে তালা লাগানো রয়েছে। এর ভেতরে রয়েছে অপারেশন থিয়েটার, আধুনিক ল্যাব, এক্সরে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি মেশিন, অক্সিজেন প্ল্যান্টসহ উন্নত চিকিৎসা সরঞ্জাম। এমনকি চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মিত হয়েছে বহুতল আবাসিক ভবন। কিন্তু প্রশাসনিক অনুমোদন না থাকায় এ ভবনটি জনসাধারণের কাজে আসছে না।

বর্তমানে ৫০ শয্যার কাঠামোতেই সীমিত জনবল নিয়ে স্বাস্থ্যসেবা পরিচালিত হচ্ছে। যেখানে ৩১ জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র ১১ জন চিকিৎসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। জনবল সংকটের পাশাপাশি অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার ঘাটতিও স্পষ্ট।

স্থানীয়রা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন ভবনটি চালু হলে আমাদের চিকিৎসা সেবায় বিপ্লব ঘটবে। কিন্তু এভাবে তালাবদ্ধ থাকায় আমাদের দুর্ভোগের শেষ নেই।

জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, ১০০ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। জনবল ও লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো চূড়ান্ত হলে আমরা দ্রুত এটি চালু করার প্রস্তুতি নেব।

তবে ছয় মাস পেরিয়ে গেলেও নতুন ভবন চালু না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসনের কার্যক্রম নিয়ে। এলাকাবাসী দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!