Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০২:৫৭ পিএম


আখাউড়ায় অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে অবহিতকরণ সভা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীকে অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

অর্থনৈতিক শুমারির উপজেলার স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান, উপজেলা মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, আখাউড়া থানার ওসি তদন্ত মো. ছমি উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুঁইয়া প্রমুখ।

ইএইচ

Link copied!