Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০৩:০৮ পিএম


কালিয়াকৈরে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কারখানার হাত থেকে পারিবারিক কবরস্থানের রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

প্রায় ৪০ বছর ধরে ওই এলাকায় পারিবারিক কবরস্থানটি রয়েছে, তবে সম্প্রতি একটি কারখানার কর্তৃপক্ষ সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে কবরস্থানটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কারখানার মালিকপক্ষ কবরস্থানের অস্তিত্ব অস্বীকার করে তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছেন। তারা কবরস্থান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম, মাসুদ রানা, আশিকুল ইসলাম, সোহানা বেগম, শিরিন আক্তারসহ আরও অনেকে।

অন্যদিকে, কারখানার কর্তৃপক্ষ জানায়, জমিটি তাদের বৈধভাবে ক্রয় করা এবং সেখানে কোনো কবরস্থান নেই। তারা আইন মেনে ভবন নির্মাণ করছেন।

ভুক্তভোগী পরিবার কবরস্থান রক্ষার দাবিতে সেনাবাহিনী ক্যাম্প, কালিয়াকৈর থানা এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

ইএইচ

Link copied!