Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০৪:০৭ পিএম


পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার ধোবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আশিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাশপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে। এ খবরে রাতেই পুলিশ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে আটক করে।

মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজা।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮ জনের নামসহ ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!