কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪, ০৪:২৭ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪, ০৪:২৭ পিএম
কুড়িগ্রামে যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। শীতের সাথে ঘন কুয়াশার চাদরে ঢেকে রেখেছে বিস্তীর্ণ এলাকা।
গত এক সপ্তাহ ধরে ১৭ ডিগ্রি থেকে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।
রোববার কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাটসহ বিস্তীর্ণ এলাকা। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে দিনমজুর খেটে খাওয়া মানুষসহ নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। অপরদিকে, শীতজনীত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
কুড়িগ্রাম সদরের কাঁচিচর এলাকার দিনমজুর নুরু মিয়া বলেন, আজ খুব কুয়াশা পড়ছে। রাস্তা দেখা যায় না। মানুষ ঘুম থেকে না উঠতেই আমরা কাজের জন্য বাহির হই। যতই শীত বা ঠান্ডা হোক না কেন, হামারগুলাক বেড়ায় লাগে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ইএইচ