Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে নকল মশার কয়েল বাজারজাত করায় ৩ দোকানীকে জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০৭:৩০ পিএম


ফেনীতে নকল মশার কয়েল বাজারজাত করায় ৩ দোকানীকে জরিমানা

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মশার কয়েল নকল করে বাজারজাত করণের অপরাধের মূলহোতাসহ আরও ৩ দোকানীকে জরিমানা করেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বাওমা আর সি পি এল এলায়েন্সের নাম ও লোগো ব্যবহার করে নকল কয়েল বাজারজাত করে আসছিলেন মো. রেজাউল নামে শহরের রামপুরস্থ এক অস্থায়ী বাসিন্দা।

বিষয়টি জানতে পেরে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ভাওমার সেলস এন্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার নাজমুল হোসাইন।

এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী সদরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এব্যাপারে অভিযান পরিচালনা করেন।

এসময় মূল হোতাকে ৫ হাজার টাকা ও শহরের বড় বাজারের গৌরি শংকর মার্কেটের ইকবাল স্টোর,হাজারী মার্কেটের জনতা ট্রেডার্স,কমল পট্টির মেসার্স করিম ট্রেডার্সকে দুই হাজার করে মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নারিকেল পাট্টির মিলন স্টোর, মাছ বাজারস্থ হক স্টোর সহ বেশ কয়েকজন দোকানীকে সতর্ক করা হয়।

এব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মূল হোতাকে ‍‍`আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যে সমস্ত দোকান/মার্কেটে নকল পণ্য দেওয়া হয়েছে, তা উত্তোলন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীকে রিপোর্ট করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আরএস

Link copied!