Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৩ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৭ এএম


চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৩ জন

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ২৯ জন পুরুষ এবং ৪ জন নারীসহ মোট ৩৩ জন।

নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নিয়োগ বোর্ড।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য বারবার সচেতন করেছেন।

গত ২৯ অক্টোবর সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ৫২৫ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হন।

তাদের মধ্যে ৫২৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন, যা গত ১৭ নভেম্বর সরকারি আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৩ জন প্রার্থী ২৪ নভেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন।

রোববার (২৪ নভেম্বর) রাত ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) বদরুজ্জামান জিল্লু, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মেহেরপুর) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন চাকরি পাওয়া তরুণ-তরুণীরা তাদের মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে উচ্ছ্বসিত।

ইএইচ

Link copied!