Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৪, ১২:৫৪ পিএম


মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে নিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসিকে উওরী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. আনোয়ার হোসেন সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, পার্বত্য জেলা পরিষদের সদস্য  অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন,  মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর টিম সদস্য মো. আব্দুল রহিম, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামীর সভাপতি মো. আখতারুজ্জামান ফারুকী বক্তব্য দেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, হেডম্যান, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের স্বাগত জানান জোন কমান্ডার লে. কর্নেল কামরুল হাসান পিএসসি।

ইএইচ

Link copied!