Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কৃষকের সাথে আমেরিকান এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কির মতবিনিময়

কালীগঞ্জ  (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৪, ০৫:০২ পিএম


কৃষকের সাথে আমেরিকান এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কির মতবিনিময়

আমেরিকান দূতাবাসের বৈদেশিক কৃষি সেবার  এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষি মাঠ পরিদর্শন করে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় এলাকার বিভিন্ন ফসলি জমি পরিদর্শন করে স্থানীয় কৃষকের সাথে নমুনা ফসল কর্তন করেন। পরে স্থানীয় কৃষিজীবী মানুষের সাথে বাংলাদেশের কৃষিতে সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন নিয়ে কৃষি খাতে আধুনিক যন্ত্রের ব্যবহার কৃষক ও কৃষির উন্নতি কল্পে আলোচনা করেন।

সারা গিলাস্কি,গত পনেরো বছরে বাংলাদেশের কৃষি কতটা সমৃদ্ধ হয়েছে। করোনাসহ দুর্যোগকালীন সময় কাটিয়ে বাংলাদেশ কৃষির যে উন্নতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। আধুনিক বিশ্বে অধিক লাভের জন্য উন্নত জাত  আধুনিক যন্ত্রপাতি, ব্যবহারে কৃষির অগ্রগতি সম্পর্কে কৃষকদের অবগত করেন।

এসময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!