Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৪, ০৬:৪৬ পিএম


মাটিরাঙ্গায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ৭ ইউনিয়ন পরিষদের  গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙ্গা  কর্মশালায় মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে ফোকাল পার্সেন্ট কর্মকর্তা (উপসচিব) এম এম ইমরুল কায়েস, স্থানীয় সরকার খাগড়াছড়ির উপ-পরিচালক উপসচিব নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ( কোচ সমন্বয়ক) শেখ আশ্রাফ উদ্দিন, সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা (কোচ সমন্বয়ক) ওবায়দুল হক, উপজেলা ইন্জিনিয়ার শাহজাহান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি। 

আরএস
 

Link copied!