Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪,

কটিয়াদীতে হেলমেট-লাইসেন্সবিহীন চালকদের জরিমানা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ১১:২১ এএম


কটিয়াদীতে হেলমেট-লাইসেন্সবিহীন চালকদের জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

অভিযান চলাকালে তিনজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সহকারী কামরুল ইসলাম আকন্দ এবং কটিয়াদী মডেল থানার এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের পাশাপাশি হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন সকল চালককে লাইসেন্স ও হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বিআরইউ
 

Link copied!