Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

মানিকগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ হত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০২:০৬ পিএম


মানিকগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ হত্যা

দিন যাচ্ছে পরকীয়াসহ হত্যাও যেন তেমন কোনো বিষয়ের মধ্যে পরছেনা মানিকগঞ্জ সিংগাইরে। স্বামী সৌদি প্রবাসী, এক জননীর মা গৃহবধূ তানিয়া (২২) যেন পরকীয়ার স্বর্গে ছিলেন। এক সাথে দুই ছেলের সঙ্গে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামের ফাহাদের স্ত্রী তানিয়ার বিরুদ্ধে এমন অভিযোগটি পাওয়া যায়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে বাড্ডা গ্রামে আক্তারের বসত বাড়িতে এঘটনাটি ঘটে। তানিয়া একই গ্রামের আবুল হোসেনের মেয়ে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তানিয়া একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনি ও সাভারের মাহদী নামের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই পরকীয়া করে আসছিলো। রনি মাঝে মাঝেই গৃহবধূ তানিয়ার বাড়িতে চলে আসতো। এক পর্যায়ে রনির বাড়িতে চলে আসা তানিয়া বারণ করলে তা মেনে নিতে পারেনি রনি। তানিয়ার বাবা ও শোশুরসহ এলাকাবাসি বলেন, রনিই সোমবার রাতে তানিয়াকে ফোন করে ভাতরুমে ডেকে নিয়ে গলায় উর্ণা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

তানিয়ার নোনাস বীথী আক্তার বলেন, আমার কাছেই রাতে থাকেন। হঠাৎ তানিয়ার ফোন আসার পর তানিয়া বলেন ভাতরুমে যাবো। পরে অনেক সময় ভাতরুম থেকে না আসায় আমি ও আমার মা খোঁজার জন্য বাহিরে বের হলে ভাতরুম থেকে একটি শব্দ আসে, সাথে সাথে আমি ভাতরুমে গিয়ে দেখি তানিয়ার গলায় উর্ণা পেঁচানো ও নাকে মুখে রক্তসহ দেহ পরে আছে।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বিআরইউ
 

Link copied!