Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘আখাউড়া বিএনপি ঐক্যবদ্ধ দলে কোনো বিভেদ নেই’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৪, ০৪:৩৪ পিএম


‘আখাউড়া বিএনপি ঐক্যবদ্ধ দলে কোনো বিভেদ নেই’

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কসবা-আখাউড়ার দায়িত্ব প্রাপ্ত বিএনপির গুম ফেরত নেতা কবির আহমেদ ভুইয়া বলেছেন, আখাউড়া বিএনপিতে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যারা আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন করেছে তাদের আর বিএনপিতে আসার সুযোগ নেই।মঙ্গলবার বিএনপির প্রস্তুতি দেখতে এসে স্থানীয় শহিদ স্মৃতি সরকারি কলেজ মাঠে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বুধবার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই সম্মেলনে ঈদের আমেজে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক ও তার দোসর তাকজিল খলিফা কাজল বাহিনীর নির্যাতন হামলা মামলাসহ তাদের শত বাধার মুখেও ঝুঁকি নিয়ে আখাউড়া উপজেলায় বিএনপির কমিটি গঠন হয়েছে এবং রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির সক্রিয় ভূমিকা ছিল।

আনিসুল হক ও কাজল বাহিনীর কারণে রক্তপাত হতে পারে তাই সম্মেলন করা হয়নি। ৫ আগস্টের পর দেশ তাদের নিকট থেকে মুক্ত হয়েছে। এখন স্বাধীন ভাবে নেতাকর্মীদের দলীয় কার্যক্রম চলছে। সম্মেলনে অংশগ্রহণ করতে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে বলেও তিনি জানান।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া, জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন তুহিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার হোসেন খান, বিএনপি নেতা কাউন্সিলর বাহার মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাসুম ভুইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসীনসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

আরএস

Link copied!