Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০৬:১২ পিএম


নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত হৃদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে।

জানা গেছে, শিশুদের জন্য নির্মাণ করা তিন চাকার সাইকেল চালানোর সময় হৃদয় হাসান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হৃদয়ের নানা পুকুরে সাইকেল ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে হৃদয় হাসানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় তরুণ সবুজ মিয়া জানান, হৃদয় হাসানের বাবা দেলোয়ার হোসেন ও তার মা ঢাকায় এক গার্মেন্টসে চাকরি করেন। চাকরির সুবিধার্থে তাদের সন্তানকে কয়েক দিন আগে তার নানার বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় রেখে যান।

জীবনের শুরুতেই একজন শিশুকে এভাবে চিরতরে হারিয়ে যেতে হবে তা কোনোক্রমেই কাম্য নয়। তাই শিশুরা মোটামুটি বুঝার আগ পর্যন্ত তাদের প্রতি বাড়তি নজরদারীসহ পুকুর ও নদীর তীরবর্তী প্রতিটি পরিবারের পিতামাতাকে সজাগ দৃষ্টি রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয় সুশীলজন।

বিআরইউ
 

Link copied!