Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে পলিথিন বিরোধী অভিযানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর প্রতিনিধি:

নভেম্বর ২৭, ২০২৪, ০৪:৫৩ পিএম


চাঁদপুরে পলিথিন বিরোধী অভিযানে জরিমানা

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (২৬ নভেম্বর ), জেলা প্রশাসন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়-এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মেসার্স জগবন্ধু সাহা নামক একটি গোডাউন থেকে প্রায় ৬৪০ কেজি (ছয়শত চল্লিশ কেজি) এবং মেসার্স ভাই ভাই স্টোর নামক একটি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ১০কেজি (দশ কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ দোকান এর মালিককে  প্রায় ১২০০০/-(বার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: জাকারিয়া হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক মো. মিজানুর রহমান এই অভিযানে উপস্থিত ছিলেন।  

বিআরইউ

 

Link copied!