Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুরাদনগরে নগদ অর্থ ও ইয়াবাসহ আটক ২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

নভেম্বর ২৭, ২০২৪, ০৫:২৬ পিএম


মুরাদনগরে নগদ অর্থ ও ইয়াবাসহ আটক ২

কুমিল্লার মুরাদনগরে ৩৮ বীরের ক্যাপ্টেন মো. সাইদুর রহমানের নেতৃত্বে  ৩৭৫০ পিছ ইয়াবা ও নগদ ২০৭৩৬০ টাকাসহ নারী ও পুরুষ কে আটক করেছে।

আটক মাদক ব্যবসায়ী দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ইমরান সরকার ( ইভো) (২৬)  ব্রামন পাড়া থানার তোতা ভোর গ্রামের খাদিজা আকতার (২৪)।

জানা যায় গতকাল বুধবার দুপুর ক্যাপ্টেন মো. সাইদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল  উপজেলার কোম্পানিগঞ্জ যাত্রীছাউনির সামনে থেকে বুধবার দুপর ১২ টায় ৩৭৫০পিছ ইয়াবা ও নগদ দুই লক্ষ সাত হাজার তিনশত ষাট টাকাসহ তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশ এস আই আরিফের হাতে তুলে দেন। 

এস আই আরিফ বলেন, যৌথবাহিনি আমাকে খবর দিয়ে ২০৭৩৬০ টাকা ও দুই মাদক কারবারিকে আমার কাছে তুলে দেন। 

ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হোক বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার  দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

 

Link copied!