Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সখীপুরে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৫:৩৩ পিএম


সখীপুরে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে ‘গুড নেইবার বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিষয়ে পারদর্শী করতে প্রাথমিক পর্যায়ে উপজেলার বাছাইকৃত ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৭২৯ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে থেকে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধা তালিকার শীর্ষে ৫২ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। মেধা তালিকায় শীর্ষ ৫ জনকে পুরস্কৃত করা হয়।

এ ৫ জন টাঙ্গাইলে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।এবং জেলা পর্যায়ে শীর্ষ ৫ জন জাতীয় পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইংরেজি বিষয়ে পারদর্শী করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সখীপুর পিএম পাইলট (গভ) স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।

এছাড়াও বক্তব্য দেন- অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, সখীপুর পিএম পাইলট (গভ) স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহকারী শিক্ষক আব্দুস সোবহান তালুকদার সখীপুর সিডিপির সহকারী ম্যানেজার ঝর্না খাতুন, সখীপুর জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চন্দ্র দাস, সখীপুর সিডিপি‍‍`র ফ্যাসিলেটেটর এডমিন আব্দুল হালিম ও কোঅপারেটি সাপোর্ট অফিসার ওবায়দুল্লাহ প্রমুখ।

ইএইচ

Link copied!