Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৬:২৪ পিএম


লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্বোধন

লক্ষ্মীপুরে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের নামে স্থাপিত পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে পাঠাগার উদ্বোধন উপলক্ষ্যে চন্দ্রগঞ্জ থানাধীন ওই বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অনুষ্ঠান উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের জেষ্ঠ্যপুত্র এবং অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন সবুজ।

যুবদল নেতা এনায়েত উল্যাহ ও এ্যাড. সামছুল আলমের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ (কালা মুন্সী), লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, মনির হোসেন, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু, যুবদল নেতা কাজী সহিদ, ওমর খাঁন, নুর হোসেন হারুন, আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!