মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৪, ০৬:৩০ পিএম
মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৪, ০৬:৩০ পিএম
পিলখানা হত্যাকাণ্ডের ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনের হত্যার বিচারে দাবিতে সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যকে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুঃনবহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিডিআর কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সুবেদার মোতালেব হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- হাবিলদার ফজলুল হক, হাবিলদার শিশির আহমদ, নায়েক মনির মিয়া, সিপাহি সুরেশ কুমার, সিপাহি আব্দুল মান্নানের মেয়ে মুনমুন নাহার।
এ সময় বক্তারা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তাদের যে সকল দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
ইএইচ