Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পটুয়াখালীতে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৮:০৫ পিএম


পটুয়াখালীতে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর

দরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে চারশত পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ শীতবস্ত্র হস্তান্তর করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

এসব শীতবস্ত্র গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর মো. মশিয়ুর রহমান, আশা’র পটুয়াখালীর ডিএম লিটন চন্দ্র বিশ্বাস, আরএম মো. আব্দুল মান্নান, এসই মো. ইউসুফ আলী, জেলা অডিটর মো. আব্দুস ছালাম, এমএসএমই  ব্রাঞ্চ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দ্ররিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য কম্বল প্রদান একটি মহতী উদ্যোগ। শীতার্ত মানুষ তীব্র শীতে যেন কষ্ট না পায় সে জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত।

ইএইচ

Link copied!