Amar Sangbad
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪,

শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরস্কার, শিক্ষক-শিক্ষার্থীদের গণসংবর্ধনা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৮:০৯ পিএম


শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরস্কার, শিক্ষক-শিক্ষার্থীদের গণসংবর্ধনা

শিক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মো. রুহুল আমীনকে গণসংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার সকাল ১১টায় স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে অন্তত দেড় হাজার মানুষ অংশ নেয়।

উপজেলা ও জাতীয় পর্যায়ে এসব নানান পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত হয়ে নিজ কর্মস্থলের সহকর্মী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে গণসংবর্ধনা আয়োজন করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোসা. হামিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হাসান রাজিব, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন, চর লক্ষীবেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ শিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অলিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ দালাল, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ সদস্য রুনু খান, মোশারফ হোসেন, জালাল উদ্দিন, শুক্কুর হোসেন প্রমুখ।

এছাড়াও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!