Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে ২৫ গুণী শিল্পীকে সম্মাননা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৮:৪৮ পিএম


জয়পুরহাটে ২৫ গুণী শিল্পীকে সম্মাননা

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জয়পুরহাটে গুণী শিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০১৬ থেকে ২০২০ সালে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ২৫ জন গুণী শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

এসময় জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর, বাংলা অ্যাকাডেমির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক গবেষক আব্দুল মজিদসহ অন্যরা।

সম্মাননা হিসেবে প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সনদ, নগদ ১০ হাজার টাকার চেক, উত্তরীয় ও সম্মাননা পদক প্রদান করা হয়।

ইএইচ

Link copied!