Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৭ এএম


বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায়  মাহমুদ জিন্স কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  সকালে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।

শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না, যার কারণে তারা চরম আর্থিক দুরবস্থার সম্মুখীন। তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

অবরোধের ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা জানান, আজকে বেতন দেওয়ার কথা থাকলেও দুইদিন আগে নোটিশ দেন তারা বেতন দিতে পারবে না, কারখানা ও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। যতক্ষণ পর্যন্ত তাদের বেতন পরিশোধ  না করা হবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।

কারখানাটির শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বার বার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন কর্তৃপক্ষ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিআরইউ

Link copied!