Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

আইনজীবীকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২৮, ২০২৪, ০৩:১০ পিএম


আইনজীবীকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী ও ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত কম্পাউন্ডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে সন্ত্রাস বিরোধী সাধারণ আইনজীবীরা ও বরিশাল জেলা আইনজীবী সমিতি।

সমাবেশে বক্তব্য দেন- অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সুফিয়া বেগম, সাদিকুর রহমান লিংকন, শাহানুর খানম, হাফিজুর রহমান বাবলু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র করেই হিন্দু-মুসলমানদের বিভক্ত করে দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি করতে দেওয়া হবে না। ইসকন, হিন্দু মহাজোটের নামে সংগঠন খুলে দেশের মানুষের মধ্যে থাকা ঐক্য নষ্ট করা যাবে না। প্রতিবেশী রাষ্ট্রকে বলবো, আপনারা আপনাদের মতো শান্তিতে থাকুন, আমরা আমাদের মতো শান্তিতে থাকি।

বক্তারা আরও বলেন, হিন্দু ভাইদের প্রতি আকুল আবেদন কোনো সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এ দেশ যতটুকু মুসলমানদের, ততটুকুই হিন্দুদের। এদেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, ঠিক তেমনি কেউ অপরাধ করলে তারও সমান শাস্তি পেতে হয়। একজন মানুষকে আদালতে জেলহাজতে পাঠানো। যার প্রতিবাদ আদালত চত্বরে মানুষ হত্যা করে নয়, নিম্ন আদালত জামিন না দিলে জেলা জজ আদালতে যেতে পারেন, সেখানে না দিলে উচ্চ আদালতেও যাওয়াসহ অনেকগুলো পদক্ষেপ রয়েছে। কিন্তু উসকানিমূলক আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো এর কারণ বর্তমান সরকারকে খতিয়ে বের করতে হবে।

ইএইচ

Link copied!