Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাদারীপুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৪:৩১ পিএম


মাদারীপুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনর ছেলে ও মেয়ে। এরা একই পরিবারের দুই ভাই-বোন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!