Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪,

মনপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৫:০৬ পিএম


মনপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা

ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ স্মরণসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহীন।

সভায় সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ছালেহ উদ্দিন।

এ সময় বক্তব্য দেন, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হান্নান, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জুরান চন্দ্র মজুমদার।

সভায় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কবিতা আবৃত্তি, একক অভিনয়, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!