Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৫:১৫ পিএম


গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণসভা হয়।

সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

৬ বছর বয়সী আখাউড়ার একমাত্র শহীদ জাবের ইব্রাহীমের পিতা কবির হোসেনসহ আহত দুই ছাত্র মো. মোসতাহিদ হোসেন ভুইয়া সামি ও মো. শাকিল মিয়া সভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভায় জুলাই আগস্টে আওয়ামী সরকারের দোসরদের হামলায় হতাহতের ঘটনার বর্ণনা দেন আহত ছাত্র ও শহীদের পরিবার। শহীদ জাবের ইব্রাহীমের নামে একটি রাস্তার নাম করণ করার দাবি করেন তার বাবা কবির হোসেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সজীব মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসছুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম ভুইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান,মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ এইচ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমাম পরিষদের সভাপতি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা।

সভায় শহীদ ও আহতের প্রতি যথাযথ সম্মান, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মাহফিল হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী কেফায়েত উল্লাহ মাহমুদী।

ইএইচ

Link copied!