Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৩৫ পিএম


নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে ইউনিটের হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্নেল তানভীর আহমদ সাদী পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এহসান খান, এডিশনাল এসপি মো. সাইফুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার, হেডমান কারবারি, সাংবাদিক ও অন্যান্য সুধীজনসহ প্রায় ৩৫০ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

নানিয়ারচর জোন কমান্ডার বক্তব্যের শুরুতেই এ সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইএইচ

Link copied!