Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪,

ভূমি সেবাকে আরও সহজিকরণ করতে হবে: ভূমি সচিব

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৮:০৯ পিএম


ভূমি সেবাকে আরও সহজিকরণ করতে হবে: ভূমি সচিব

জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সাথে কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতায় ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, নামজারি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হওয়ায় এখন সেবা গ্রহীতার ভোগান্তি কমেছে। তবে মাঠ পর্যায়ে যে সকল ভূমি কর্মকর্তা রয়েছেন কাজের ক্ষেত্রে তাদের মানসিকতা আরো পরিবর্তন করতে হবে। মানুষের সেবা দেয়ার সর্বোচ্চ মানসিকতা পোষণ করতে হবে প্রত্যেককে।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপ সচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির।

এ কর্মশালায় জেলার ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভূমি সচিব সরকার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার চায় ভূমি সেবায় কোনভাবে সেবাগ্রহীতা হয়রানিতে না পড়ে। আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত তাদের আরও আন্তরিকতার সাথে সরকারি আদর্শ মেনে কাজ করতে হবে। তিনি মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি এ সভায় যোগদান করে বক্তব্য দেন।

ইএইচ

Link copied!