Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলাউল হক মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৩:২৩ পিএম


কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলাউল হক মারা গেছেন

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শুক্রবার ভোর পৌনে ৩টায় ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

আলাউল হক কিশোরগঞ্জ-৫ আসনে দুইবার (১৯৯৬-২০০৬) আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ছিলেন। ৮০ দশকে বিপুল জনপ্রিয়তা নিয়ে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের (ইপিসিএস) একজন সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ ৩করেছেন। পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন।

মরহুম আলাউল হক চার ছেলে ও ১ মেয়ের জনক। তার বড় ছেলে রেজাউল হক কাজল সর্বশেষ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শুক্রবার বাদ আছর কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর মুক্তিযোদ্ধা মাঠে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শরিষাপুর পারিবারিক গোরস্থানে তার দাফন হবে।

ইএইচ

Link copied!