Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজশাহী-১ আসন

বিএনপির তৃণমূলে আস্থার শীর্ষে সুলতানুল তারেক

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৩:৪৬ পিএম


বিএনপির তৃণমূলে আস্থার শীর্ষে সুলতানুল তারেক

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইছে। বিএনপির তৃণমূল নেতৃত্বের বিকাশ ঘটাতে চায় নতুন নেতৃত্ব হিসেবে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তৃণমূলে পছন্দের শীর্ষে রয়েছেন।

এদিকে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, বারবার নির্যাতিত বিএনপির আদর্শিক ও পরিক্ষিৎ নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের প্রার্থী হবার ঘোষণায় রাজনীতির মাঠে সব হিসাবনিকাশ পাল্টে গেছে।

স্থানীয়রা জানান, বিএনপির তৃণমূল তারেককে নিয়েই ভোট করতে চাই। বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ তারেককে নিয়ে ভোট করার ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।

রাজশাহী-১ আসনে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকরা তারেককেই সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে ইতোমধ্যে নির্বাচনি মাঠে প্রচার-প্রচারণার মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তৃণমূলের ভাষ্য, এবার তারা পরিবার বৃত্তের বাইরে এসে নতুন নেতৃত্ব দেখতে চায়। তারেকের বিশাল কর্মীবাহিনী বিএনপির উন্নয়ন-অর্জনের চিত্র ও তার যোগ্যতা তুলে ধরে সাধারণে ভোটারদের দৌড়গোড়ায় গিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

ফলে তারেকের আগমনে নির্বাচনি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মতবিরোধ, মান-অভিমান ও ঐক্য প্রশ্নের বরফ গলতে শুরু করেছে। এখন তৃণমূলের নেতাকর্মীরাও এটা বুঝতে সক্ষম হয়েছেন পাওয়া না পাওয়া নিয়ে তাদের মধ্যে মান-অভিমান থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা সকলে ঐক্যবদ্ধ।

ইএইচ

Link copied!