Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বরিশালে দুই যুবকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৪ পিএম


বরিশালে দুই যুবকের লাশ উদ্ধার

বরিশাল নগরী ও হিজলা উপজেলায় ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ও সন্ধ্যায় দু’জনের লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালী মডেল ও হিজলা থানার ওসি জানিয়েছেন।

মৃতরা হলেন, বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সোহাগ হোসেন (২৩) ও হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আলী বাবুর্চির ছেলে রাজীব বাবুর্চি (২৮)।

সোহাগ পেশায় রিকশাচালক ও রাজীব কৃষক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোহাগ নগরে ব্যাটারিচালিত রিকশাচালক। দুপুরে নগরের মুন্সির গ্যারেজ এলাকায় গ্যারেজে রিকশা চার্জ দেয়। বিকালে গ্যারেজ খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও জানান, সোহাগ মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অপরদিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কৃষক রাজীবকে দুপুরের পর থেকে কোনো খোঁজ ছিল না। পরে সন্ধ্যায় পরিত্যক্ত একটি ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় ছোট ভাই। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ বলা যাবে।

ওসি আরও জানান, ঋণে জর্জরিত ছিল রাজীব। এ নিয়ে পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ নিয়ে হতাশায় আত্মহত্যা করেছেন তিনি।

ইএইচ

Link copied!