Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি

নবীনগর প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম


নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নে যুবকদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকালে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জিনদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম আজাদ।

খেলা উদ্বোধন করেন, ৩নং ওয়ার্ডের মেম্বার বশির আহমেদ। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, জিনদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরকার, সহ -পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, মালাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম পলাশ, ৪নং ওয়ার্ডের মেম্বার খুরশিদ আলম, ২নং মেম্বার  মামুন মুরশিদুল হক, সমাজসেবক হাজী জীবন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাহের ডাক্তার, জিনদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল মামুন, হরুয়া গ্রামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ মিয়া, সাবেক উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোহাম্মদ রেজাউল করিম, জিনদপুর ইউনিয়নের যুবদলের সাবেক সহ-সভাপতি সোয়েব আহমেদ চৌধুরী,সাংবাদিক মনির হোসেন, রাজধানী টিভির  উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক সোহেলসহ আরও অনেকে।

খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, যুবদল নেতা মো. আমান উল্লাহ আমান, যুবদল নেতা নুরুল ইসলাম, যুবদল নেতা মো. কিবরিয়া।

দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন, মায়ের দোয়া স্টার ক্লাব বনাম বিসমিল্লাস স্টার ভয়েস ক্লাব। ফুটবল টুর্নামেন্টে মায়ের দোয়া স্টার ক্লাবকে হারিয়ে বিসমিল্লাস স্টার ভয়েস ক্লাব জয় লাভ করেন।

বিজয়ী দলকে প্রধান অতিথি প্রথম পুরস্কার তুলে দেন একটি ৪২ ইঞ্চি রঙিন টিভি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে একটি ৩২ ইঞ্চি রঙিন টিভি।

ইএইচ

Link copied!