Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৪৪ পিএম


সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরেন।

এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইউফ্রেজী বারবী’র মোলার উন্মোচন ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অঞ্জলি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মদেশের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ।

বিশেষ অতিথি ছিলেন- প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গ্যাফনি, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা কমিশনার সেক্রেটারি জ্যোতি এফ গমেজ সহ আরও অনেকে।

ইএইচ

Link copied!