Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৬:১৬ পিএম


নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, কর্মীদের স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্বপ্ন প্রকল্পের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা স্বপ্ন প্রকল্পের স্বপ্ন কর্মীদের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করা হয়।

স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার ডালিম কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- ধর্মপাল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবু ক্ষিরোদ চন্দ্র রায়, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছা. রাহেনা বেগম, শিশু ও নারী নির্যাতন কমিটির সভাপতি শাহ মো. ইউনুস আলী, জনাব মো. সামসুল আলম, প্রকল্প সমন্বয়কারী, স্বপ্ন প্রকল্প, ইএসডিও নীলফামারী এবং ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের।

শেষে স্বরচিত কবিতা প্রতিযোগীদের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!