Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

রায়পুরায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিইপিআরসির চেয়ারম্যানের মতবিনিময়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৭:২৮ পিএম


রায়পুরায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিইপিআরসির চেয়ারম্যানের মতবিনিময়

রায়পুরা উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিদুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

শুক্রবার বিকাল তিনটায় রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন সকল সরকারি কর্মকর্তাদের  বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এর আগে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে বিইপিআরসি চেয়ারম্যানের আগমনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, রায়পুরা প্রেসক্লাব ও উপস্থিত ব্যক্তিরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, রায়পুরা প্রেসক্লাবের  ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরাম সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!