Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় ইসকন নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৫ পিএম


মাগুরায় ইসকন নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মসজিদ ভাঙচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে মাগুরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের ঢাকা রোড এবং ভায়না মোড়ে এ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করে ছাত্র ও যুব অধিকার পরিষদ মাগুরা।

মাগুরা ঢাকা রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ভায়না মোড় প্রদক্ষিণ করে আবার ঢাকা রোডে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন মো. মহসিন আহমেদ।

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার জিহাদুল ইসলাম ইউসুফ।

মাগুরা জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- মহসিন আহমেদ সাবেক অর্থ সম্পাদক মাগুরা, মো. জুয়েল রানা সাবেক প্রচার সম্পাদক, আব্দুর  রহিম অর্থ সম্পাদক মাগুরা জেলা যুব অধিক পরিষদ, পল্লব বিশ্বাস মাগুরা জেলা যুব অধিকার পরিষদ, রাজিব মোল্লা সভাপতি সদর  উপজেলা যুব অধিকার পরিষদ মাগুরা।

ইএইচ

Link copied!