Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ মার্চ, ২০২৫,

আড়াইহাজারে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ৩০, ২০২৪, ০৪:৩১ পিএম


আড়াইহাজারে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  ৪৪ কেজি গাঁজা, ২ টি মোবাইল সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায়  র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং  ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন(২৫)।

আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে র‌্যাব। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান র‍্যাব-১১ কর্তৃক আটককৃত মাদকসহ ২ জন আসামিকে থানায় হস্তান্তর করেছেন। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!