Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

আমার সংবাদে খবর প্রকাশ

নোয়াখালীতে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৪, ০৫:৫৪ পিএম


নোয়াখালীতে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দৈনিক আমার সংবাদ পত্রিকাসহ একাধিক পত্রিকায়  সংবাদ প্রকাশিত হওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিবেশ ও লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ২টি ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

ইটভাটাগুলো হচ্ছে- এমকেবি ব্রিকস ও তাহেরা ব্রিকস।  

বুধবার পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও জেলা প্রশাসন নোয়াখালীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মেহরাব হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর  সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়রা বাসিন্দা শেখ ফরিদ, রহমত, তাদেন উল্ল্যাহসহ অনেকেই  আশাবাদী  বাকি অবৈধ ইটভাটা গুলো অচিরেই  বন্ধ করার ব্যবস্থা নেবে প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপ-পরিচালক মিহির লাল সর্দার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!